আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একই পরিবারের দুই ভাইকে মনোনয়ন দিয়েছে বিএনপি। প্রথম দফায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনে প্রার্থী করা হয় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে। দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন তার ছোট ভাই—বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে অঘোষিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। এ তালিকায় টাঙ্গাইল-৫ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হন সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল-৫ আসনে প্রথম দফায় প্রার্থী ঘোষণা না করায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও টুকুর সমর্থকদের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল, দ্বিতীয় দফার তালিকা প্রকাশের মধ্য দিয়ে তা কেটে যায়।
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান, পরে ২০০3–২০০৬ পর্যন্ত শিল্প উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
অপরদিকে, সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে টুকু আন্দোলন–সংগ্রামে সক্রিয় থেকে একাধিকবার মামলা ও গ্রেফতারের মুখোমুখি হয়েছেন।











