নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী পথসভায় আবারো হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে শহরের সাকরাইল বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পরে ঘটনার প্রতিবাদে শহরের শহীদ মিনারে প্রতিবাদ সভা করেছে তার সমর্থকেরা।
মাহমুদুল হক সানুর অভিযোগ, সোমবার বিকেলে জেলা বিএনপির নেতা কর্মীদের নিয়ে তিনি শহরের দিঘুলীয়া ও কালীপুরে নির্বাচনী পথসভা করেন। এরপর ৫ নম্বর ওয়ার্ডের সাকরাইল বটতলা এলাকায় পথসভা করতে যান। বিকেল পাঁচটার দিকে সভা শুরুর কিছুক্ষণ পরই কয়েকজন যুবক নৌকার স্লোগান দিয়ে হামলা চালান।
হামলাকারীরা পথসভায় ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক ভাঙচুর করেন। এ হামলার ফলে তাঁরা আর সেখানে পথসভা করতে পারেননি। হামলার প্রতিবাদে সন্ধ্যায় শহরের শহীদ মিনারে সভা করেন বিএনপি নেতারা।
এতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মেয়র পদপ্রার্থী মাহমুদুল হক প্রমুখ বক্তব্য দেন।
এর আগে ১৪ জানুয়ারি রাতে শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ায় বিএনপি প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয় নৌকার স্লোগান দিয়ে ভেঙে ফেলা হয়।
এর আগের দিন ১৩ জানুয়ারি শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় নির্বাচনী সভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন বলেন, ঘটনা শুনেছি। আমাদের লোক ওই এলাকা পরিদর্শন করেছে।
তবে কেউ লিখিত অভিযোগ কোনো করেননি। সম্পাদনা – অলক কুমার