টাঙ্গাইলে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পূণরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বক্তারা বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ করতে হবে জিয়াউর রহমানের আদর্শে যেন দলের কার্যক্রম চালাতে পারি।একদল বলছে পিআর নির্বাচনের কথা, আমরা বলতে চাই জনগণ যেই পিআর বুঝে না সেই নিয়মে কোন নির্বাচন হবেনা।
অনুষ্ঠানে জেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।