টাঙ্গাইল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আদি টাঙ্গাইলে প্রায় ৬২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন তরুণ চিকিৎসক আদীব ইবনে জাহিদ। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত নুর মসজিদ সংলগ্ন ‘মাসজিদে নুর পাঠাগার’ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঢাকা ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (কিডনি) জেনারেল সার্জারি এমএস (কোর্স) ইউরোলজি রেসিডেন্ট ডাক্তার আদীব ইবনে জাহিদের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে বেশ উৎসাহ দেখা যায়। এলাকার রোগীদের পাশাপাশি আশপাশের বহু মানুষও সেবা নিতে উপস্থিত হন।
চিকিৎসা সেবা কার্যক্রমে নুর সমাজের সাধারণ সম্পাদক রহমতউল্লাহ বাবলু, মাসজিদে নুর পাঠাগারের সভাপতি খন্দকার মোকাররম হোসেন, নুর মসজিদের সাধারণ সম্পাদক শামীম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক জোবায়ের হোসেন, নজরুল ইসলাম ভূঁইয়া, ওয়াহিদ পারভেজ নিয়ন, শহিদুল ইসলাম ভূঁইয়া, কৃষি কর্মকর্তা খালেকুজ্জামান, নাসির আহমেদ, শহিদুল ইসলাম মিঠু ও নুরুল আমিন শাহীন প্রমুখ।