মিলিত প্রচেষ্টার দীপ্তি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শরীফা হক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন এবং সহকারী জেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রায় শিক্ষকদের অবদান অপরিসীম। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।