সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধীর ব্যক্তির উন্নয়ন’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। সমবায় আশার তরি দৃষ্টি প্রতিবন্ধী উন্নয়ন সমিতি ও সংগঠনের সভাপতি সোলাইমান হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো. ইব্রাহিম, সমাজ সেবক ও ব্যবসায়ী মাহফুজর রহমান মামুন প্রমুখ। আলোচনা শেষে ২৫ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন শেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।