“সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো টাঙ্গাইলেও পালিত হয়েছে ‘বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৫’। বুধবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। তিনি দিবসের তাৎপর্য বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
পরে কর্মক্ষেত্রে সফল দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও দৃষ্টি প্রতিবন্ধী নাগরিকরা অংশ নেন।