টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সাবেক মেয়র মুক্তির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামী সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি আদালতে আত্মসমর্পন করেছেন।

পরে তিনি এই মামলায় জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজের বিচারক মো. সিকান্দর জুলকার নাইন।

মুক্তি টাঙ্গাইল-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে ও সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ছোট ভাই।

দীর্ঘ ছয় বছর পলাতক থাকার পর বুধবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ প্রথম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেন।

এসময় টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান ও সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা তার সঙ্গে ছিলেন।

পরে তিনি তার আইনজীবীর মাধ্যেম এই মামলায় জামিন আবেদনও করেন।

টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌশলি (পিপি) মনিরুল ইসলাম খান জানান, সকাল সাড়ে ১০টার দিকে সহিদুর রহমান আদালতে আত্মসমর্পণ করতে আসেন।

এসময় তার বাবা সংসদ সদস্য আতাউর রহমান খান ও ভাই সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা সাথে ছিলেন।

এ সময় তারা আদালত কক্ষের ভিতর অবস্থান নিয়ে আত্মসমর্পনের কাগজপত্র জমা দেন।

পরে উভয় পক্ষের শুনানি শেষে বিকেল তিনটার দিকে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌশুলী মনিরুল ইসলাম।

আসামী পক্ষের আইনজীবী ছিলেন আব্দুল বাকী মিয়াসহ বেশ কয়েকজন আইনজীবী ও বাদী পক্ষের আইনজীবী ছিলেন মো. রফিকুল ইসলাম।