টাঙ্গাইলে প্রতিদিনই বেড়ে চলেছে নতুন আক্রান্তের সংখ্যা। আবারও একদিনে নতুন ৩০টি নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার মোট শনাক্তের সংখ্যা ৩৫৯ জন। রোববার (১৭ জুন) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান, গত ১০ জুন তারিখে পাঠানো ১০১টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ৩০টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মির্জাপুর উপজেলায় ১৩টি, সদর উপজেলায় ১০টি, বাসাইল উপজেলায় ৪টি, কালিহাতী উপজেলায় ২টি এবং নাগরপুর উপজেলায় ১টি পজিটিভ শনাক্ত হয়েছে।
এই ৩০টি সহ টাঙ্গাইলে সর্বমোট পজিটিভ ৩৫৯টি। এর মধ্যে এর মধ্যে মির্জাপুর ৮৯, সদর ৫৯, নাগরপুর ৩৩, কালিহাতী ৩২, মধুপুর ২৮, দেলদুয়ার ২৬, ঘাটাইল ২১, ধনবাড়ী ২০, গোপালপুর ১৭, ভূঞাপুর ১৩, সখিপুর ১৩ এবং বাসাইল ৮।
এই সময়ে টাঙ্গাইলে ৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছেন। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৭ জন।