আদালত প্রতিবেদক : টাঙ্গাইলে এক ব্যবসায়ী হত্যা মামলায় একজনের আমৃত্যু এবং ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন আদালত।
একই রায়ে এই মামলার অপর চার আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন এই আদালত।
বুধবার (৮ জুন) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ মাসুদ পারভেজ এ রায় দেন।
আরো পড়ুন – এলজিইডির গাফিলতিতে নাগরপুরে জণগনের ভোগান্তি চরমে
দণ্ডপ্রাপ্তরা হলেন, দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের সামছু মিয়ার ছেলে রেজাউল ইসলাম রেজা (৩০); তার স্ত্রী আলো বেগম (২৩); বাসাইল উপজেলার খাটরা গ্রামের নসিম উদ্দিনের ছেলে লাল মিয়া (৩৫) ও একই উপজেলার একঢালা গ্রামের নূরুল ইসলামের ছেলে রেজভী (২৬) এবং দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের ফজল মিয়ার ছেলে আলমগীর (২৪)।
তবে মামলার দুই আসামী রেজভী ও রেজাউল ইসলাম এখনো পলাতক রয়েছেন।
আরো পড়ুন – টাঙ্গাইলে জাতীয় পার্টির বর্ধিত সভায় সাবেক এমপি আবুল কাশেমকে ছুরিকাঘাতে আহত
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানি গ্রামের মনিরুজ্জামানকে তার ভায়রা আসামী রেজাউল ইসলাম রেজা, শ্যালিকা আলো বেগমসহ অন্যান্যরা ২০১০ সালের ১২ সেপ্টেম্বর নৃশংসভাবে হত্যা করে।
এরপর আসামীরা মনিরুজ্জামানের লাশ স্থানীয় মহেশখালী দক্ষিণপাড়ে ফেলে দেয়।
লাশের সন্ধান পাওয়ার পর মনিরুজ্জামানের বাবা বাসাইল থানায় মামলা দায়ের করেন। সম্পাদনা – অলক কুমার