মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর এ কে এম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং মহাসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং ভাসানী অনুসারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মওলানা ভাসানীর সংগ্রামী জীবন, শোষণবিরোধী রাজনীতি ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। শেষে মওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।











