টাঙ্গাইলে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; বিদেশী মদ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ছয় বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো, চাঁদপুর জেলার হাইমচর উপজেলাধীন ডিঙ্গোলিয়া গ্রামের আবুল গাজী’র ছেলে মো. জলিল গাজী (৩৮)। তবে সে বর্তমানে টঙ্গীর আরিচপুরে বসবাস করে।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় তাকে টাঙ্গাইল পৌরসভাধীন পুরাতন বাসস্ট্যান্ড ফায়ার সার্ভিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন বলেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাসস্ট্যান্ড ফায়ার সার্ভিসের সামনে থেকে ছয় বোতল বিদেশী মদসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। প্রত্যেকটি বোতলই স্কটল্যান্ড তৈরী, যা আমদানী নিষিদ্ধ। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে (আসামী) আদালতে হাজির সোপর্দ হবে। সম্পাদনা – অলক কুমার