টাঙ্গাইল জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে। রোববার (১০ আগস্ট) সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।
সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল পৌরসভার সিইও আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুছ সাকিবসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল সভায় অংশ নেন।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।