টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার সন্তানকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুস সবুর খান বীর বিক্রমের সন্তানকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে তার স্বজনরা।

টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ৩ জানুয়ারী সোমবার এ কর্মসূচী শেষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ইউনিট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম; সাবেক সহকারী কমান্ডার আনোয়ার হোসেন; বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান মিয়া; বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী শুকুর; মরহুম আবদুস সবুর খান বীর বিক্রম এর স্ত্রী রাবেয়া বেগম; মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার নেতা মাহমুদুর রহমান খান বিপ্লব; মো. ওমর ফারুক বিপ্লব; সাধারণ সম্পাদক মো. রাশেদ খান মেনন (রাসেল); নাহিদ খান; মো. আতিকুর রহমান; মো. মাসুদুর রহমান খান মাসুদ; সাজ্জাদ খোশনবীস; নাসির, তুহিন সিদ্দিকী, বাহাদুর’সহ অন্যান্য নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আবদুস সবুর খান বীর বিক্রম এর স্ত্রী রাবেয়া বেগম জানান, তার বড় ছেলে শাহাদৎ হোসেন খান (৬০)কে হত্যার উদ্দেশ্যে সদর উপজেলার করটিয়া এলাকার চিহ্নিত স্বাধীনতা বিরোধী রাজাকার পরিবারের সন্তান ও তার সহযোগীরা হামলা চালায়।

পরিকল্পনা অনুযায়ী সাব্বির আগ্নেয়াস্ত্র আমার ছেলের বুকে ধরে।

তার সহযোগী হিলেল, রাতুল ও ইমনসহ মামলার অন্যান্য আসামিরা আমার ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করতে থাকে।

এসময় আমার ছেলে সন্ত্রাসীদের কবল থেকে পালিয়ে একটি দোকানে আশ্রয় নেয়।

স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

শনিবার ১ জানুয়ারি সকাল এগারোটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ –

এলাকাবাসী বলেন, এদের মধ্যে কয়েকজন ৭১’ এর চিহ্নিত রাজাকারের সন্তান ও নাতি।

স্থানীয় খালেক রাজাকারের নির্দেশে একজন খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সন্তানকে হত্যা চেষ্টার অভিযোগ উঠায় এলাকার জনগণ ও টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুস সবুর খান বীর বিক্রম এর সন্তান সাহাদৎ খানের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা। সম্পাদনা – অলক কুমার