সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘায় মোটরসাইকেলের রেস করতে গিয়ে সংঘর্ষে আবির (১৬), লিখন (১৫), সাব্বির (১৫) নামের তিন শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত মাজিদুল (১৯) ও সুজন (১৬ ) নামের দুই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার বিকেল পাঁচটায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় দুই মোটরসাইকেলের পাঁচজনকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবির নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অন্য চারজনকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিখন ও সাব্বির নামের আরো দুই শিক্ষার্থীরা মৃত্যু হয়।
নিহত আবির কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে, লিখন কালিদাস বল্লা চালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে এবং সাব্বির ফুলঝুরি এলাকার রোড মিয়ার ছেলে। আহত মাজিদুল বহুরিয়া চতলবাইদ গ্রামের হান্নান মিয়া ও সুজন কালমেঘা গ্রামের রাজু মিয়ার ছেলে। নিহত আহত শিক্ষার্থীরা উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক বলেন, ওই দুর্ঘটনায় হাসপাতালে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। শুনেছি রাস্তায় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এবিষয়ে সখীপুর থানার হেলাল উদ্দিন বলেন, ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এসময় তিনি বলেন, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি তারা দুইটি মোটরসাইকেল অতিরিক্ত গতিতে রেস করতে করতে যাচ্ছিল। এসময় একটি আরেকটিকে ওভারটেক করতে যায়, অপর মোটরসাইকেল চালক তা প্রতিরোধ করতে গেলে দুটি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়। এই ঘটনায় তিন স্কুল ছাত্র নিহত হয়েছে।










