টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীতে সরকার ঘোষিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ বাস্তবায়ন করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) দিনব্যাপী কাকুয়া ও মাহমুদনগর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। এর নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে।
অভিযানে টাঙ্গাইল জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালে প্রায় ১৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ ত্রিশ হাজার টাকা। পরে এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থে মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।