টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা সেতু মহাসড়ক থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১৪ এর একটি দল।
সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাকে তল্লাশি করে গাঁজাসহ তাদের আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আমিনুল, বাবু এবং মোজাহিদ।
র্যাব-১৪ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে হবিগঞ্জ থেকে তুলা বোঝাই একটি ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা উত্তরবঙ্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে কালিহাতীর যমুনা সেতু মহাসড়কে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
এ সময় ট্রাক থেকে মোট ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। অভিযানের বিষয়ে র্যাব বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।