টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের আয়োজনে গাছের চারা বিতরণ ও বন্যা মোকাবেলা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে ৯নং ওয়ার্ড সভাকেন্দ্রে সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি (Integrated Flood Resilience Programme – IFRP) এর সহায়তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয়দের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে গ্রামীণ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও বন্যা-পরবর্তী সময়ের জীবিকা উন্নয়নে সচেতনতা বৃদ্ধি করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারি জিয়াউল হক শাহীন, নির্বাহী সদস্য সাদেকুল আলম খোকা, আজাদ খান ভাসানী, আজীবন সদস্য মির্জা দেলোয়ার হোসেন শিবলু এবং ইউনিট লেভেল অফিসার ইজ্জত আলী খান মাজুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।











