টাঙ্গাইলে র্যাবের বিশেষ অভিযানে চুরির মামলার তদন্তে প্রাপ্ত আসামি নিরাশা (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি দল র্যাব-৪, মিরপুর-১, ঢাকার সহযোগিতায় যমুনা সেতুর পূর্বপাড়ের ইব্রাহিমাবাদ রেল স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার এজাহার অনুযায়ী গত ৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ভুক্তভোগীর বাড়িতে চুরি সংঘটিত হয়। ঘুম থেকে উঠে বাদী দেখতে পান তার আলমারি খোলা এবং কাপড়-চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। জিনিসপত্র পরীক্ষা করে দেখা যায়, আলমারি থেকে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা, আট ভরি দুই আনা স্বর্ণালঙ্কার এবং দুটি মোবাইল ফোন অজ্ঞাত চোরেরা নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরদিন (৪ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
পরবর্তীতে তদন্তের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল আসামি নিরাশাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।