টাঙ্গাইলে র্যাবের অভিযান পরিচালনায় আদালতের দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ দিপক খান (৪০) গ্রেফতার হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতের সময় বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প থেকে প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় দিপক খানকে গ্রেফতার করে। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার একটি মামলায় আদালতের দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ছিলেন। গ্রেফতারকৃত আসামী টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত বক্তার খানের ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।