লালমনিরহাট সদর থানার একটি ধর্ষণ মামলার আসামি মেহেদী হাসান (২৫) টাঙ্গাইল থেকে গ্রেফতার হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) রাতে র্যাবের অভিযানে টাঙ্গাইল পৌর শহরের আমঘাট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী ও অভিযুক্ত মেহেদী হাসান একই কলেজের ছাত্রছাত্রী ছিলেন। প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভুক্তভোগীকে ধর্ষণ করেন মেহেদী। সর্বশেষ ৫ আগস্ট বিকেলে বাড়িতে একা থাকার সুযোগে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং কৌশলে ব্যক্তিগত ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
পরে ভুক্তভোগী বিয়ের দাবি জানালে অভিযুক্ত বিষয়টি অস্বীকার করে। এ ঘটনায় ভুক্তভোগী লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০)-এর ধারা ৯(১) অনুযায়ী মামলা দায়ের করেন (মামলা নং-৩৪, তারিখ: ১৬ অক্টোবর ২০২৫)।
র্যাব জানায়, মামলার পর আসামির অবস্থান শনাক্ত করে র্যাব-১৪ (টাঙ্গাইল) ও র্যাব-১০ (কেরানীগঞ্জ) এর যৌথ অভিযানে টাঙ্গাইলের কলেজপাড়া এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ার জন্য লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।