টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ভূমিকা রাখা শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় টাঙ্গাইল শহরের শহীদ মিনারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল সদর ও শহর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা আমির আহছান হাবিব মাসুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার আমির মিজানুর রহমান চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা শহীদ ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করেন এবং তার আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান। শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।











