আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে সামনে রেখে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, টাঙ্গাইল পৌরসভার সিইও আনিসুর রহমান, সেনাবাহিনীর ২৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমিন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধি ও জেলার সরকারি কর্মকর্তারা।
সভায় শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদা ও সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ এবং পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




