সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের পুণ্যলগ্ন দেবীপক্ষ শুরু হয়েছে। রোববার (২১ সেপ্টম্বর) সকালে টাঙ্গাইল শহরের আদালত পাড়া পূজা সংসদ মন্দিরে মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহালয়া উদযাপন কমিটি টাঙ্গাইলের অয়োজনে ও জাতীয় হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা শাখার ব্যবস্থাপনায় চন্ডী পাঠের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। চন্ডীপাঠের মাধ্যমে মর্তোলোকে দেবী দুর্গাকে আহবান জানানো হয়। এরপর সমবেত কণ্ঠে দেবী দুর্গার আগমনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। পরে মহিষাসুর মর্দিনী মঞ্চ নাটক মঞ্চস্থ করা হয়।
ওই নাটকের মাধ্যমে শিল্পীরা ফুটিয়ে তোলেন অমরত্ব লাভের মাধ্যমে স্বর্গলোকে মহিষাসুরের অত্যাচার-অনাচার, দেবী দুর্গার আভির্ভাব ও মহিষাসুর বধের কাহিনী। সকল বয়সের বিপুল সংখ্যক নারী-পুরুষ মহালয়ার অনুষ্ঠান উপভোগ করেন। মহালয়া অনুষ্ঠানের পর পূজার্চ্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।