টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ধারিয়াল গ্রামে দীর্ঘ ৩০ বছর ধরে শিকলে বন্দি জীবন কাটাচ্ছেন মানসিক ভারসাম্যহীন সাইফুল ইসলাম। মাত্র ৩৭ বছর বয়সী এই যুবককে নিয়ে তাঁর মা রহিমা বেগম মানবেতর দিন পার করছেন।
স্বামী মারা যাওয়ার পর ভিক্ষা করে ছেলেকে খাওয়াচ্ছেন রহিমা বেগম। জানা গেছে, ছোটবেলা থেকেই সাইফুল স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না। ৭ বছর বয়সে তার আক্রমণাত্মক আচরণ শুরু হলে বাধ্য হয়ে পরিবারের সদস্যরা তাকে পায়ে শিকল পরিয়ে রাখে।
সরেজমিনে দেখা যায়, বারান্দার খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা সাইফুল কখনো দাঁড়িয়ে, কখনো মাটিতে শুয়ে দিন কাটাচ্ছেন। শিকল খুলে দিলে তিনি মানুষের দিকে তেড়ে যান, কামড়াতে যান — এমনটিই জানিয়েছেন এলাকাবাসী।
রহিমা বেগম বলেন, ‘‘ভিক্ষা করে ছেলেকে খাওয়াই। সরকারের দেয়া ঘর আর অল্প ভাতা দিয়েই বাঁচছি। চিকিৎসার জন্য কোথাও নিয়ে যেতে পারিনি।’’
স্থানীয় মসজিদের সেক্রেটারি সুমন আল মামুন বলেন, ‘‘সাইফুলকে মুক্ত করতে হলে সরকারি সহায়তা দরকার। নইলে পরিবারটির আর কোনো উপায় নেই।’’
ঘাটাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন, সাইফুল ও তাঁর মা ভাতার আওতায় আছেন। তবে আরও সহযোগিতা প্রয়োজন হলে প্রশাসন পাশে থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ।