টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও চাকরির নামে প্রতারণার অভিযোগে টাঙ্গাইল সদর এলাকা, সখিপুর ও নাগরপুরে অভিযান চালিয়ে একটি চক্রের ৫ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী ও RAB
শুক্রবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সিপিসি-৩ র্যাবের কমান্ডার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন, সখিপুর উপজেলার মৃত আমিনুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন, দেলদুয়ার উপজেলার নলশোধা এলাকার মৃত কুব্বত আলীর ছেলে জয়নাল আবেদিন (অফিস সহকারী, প্রশাসনিক, শিশু কল্যাণ,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর),কামারনওগা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে আলামিন মিয়া,সদর উপজেলার মৃত রজব আলীর ছেলে আনোয়ার হোসেন ও নাগরপুর থেকে শ্রী অপূর্ব ব্যানার্জিকে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল সিপিসি-৩ র্যাবের কোম্পানী কমান্ডার মেজর কাওসার বাঁধন বলেন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ জানুয়ারি রাতে অভিযান পরিচালনা করা হয়। আটকরা বিভিন্ন পরীক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে চাকরির প্রলোভন দিচ্ছিল বলে জানা গেছে।
এ ঘটনায় ঢাকার শেরে বাংলা নগর থানায় প্রতারণা মামলার (ধারা ৪০৬/৪২০/৩৪) অধীনে মামলা রুজু হয়েছে। চক্রটির সম্পৃক্ততা ও আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত চলছে।











