টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং কর্মকর্তা এবং টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
সভায় টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনীর প্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। রিটার্নিং কর্মকর্তা শরীফা হক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা ছাড় দেওয়া হবে না। যে কোনো মূল্যে জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন নিশ্চিত করা হবে। তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে টাঙ্গাইল জেলা পুলিশের সকল সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।










