টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুরের মৃত্যু, আহত ৩

সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুরের মৃত্যু

অলক কুমার : টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্বশুর ও মেয়ের জামাইয়ের মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনায় শিশুসহ আরো তিনজন আহত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সরাতৈল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার শংকরহাটি গ্রামের সাত্তার শেখের ছেলে হাসেন শেখ (৫০)। অপরজন হলো- নিহত হাসেন শেখের শ্বশুর একই জেলা ও থানার চাঁদপুর গ্রামের রবি শেখের ছেলে আমীর শেখ (৭১)।

আহতরা হলো- নিহত আমীর শেখের ছেলে আশরাফ ও আরিফুল এবং আশরাফের মেয়ে আফিয়া (৭)।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।

এ সময় প্রাইভেটকারটি মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ আরো চারজন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছলিম উদ্দিন জানান, প্রবাসী হাসেন শেখ দেশে আসলে তাকে একটি প্রাইভেট কারে করে বাড়িতে যাওয়ার সময় প্রাইভেটকারটি মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হন হাসেন শেখ (৫০)।

এসময় তার শ্বশুর, দুই শ্যালক আশরাফ ও আরিফুল এবং আশরাফের মেয়ে আফিয়া (৭) আহত হয়। আহতদের মধ্যে শ্বশুর আমীর শেখের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এসময় তিনি আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।