টাঙ্গাইলে নিত্যপণ্যের বাজারে দামে বড় ধরনের ওঠানামা দেখা দিয়েছে। শনিবার (৬ নভেম্বর) পার্ক বাজার, সিটি বাজার, ছয়আনি বাজার, আমিন বাজার ও সন্তোষ বাজার ঘুরে দেখা গেছে—সবজি, ডাল ও ডিমের দাম কমলেও বেড়েছে পেঁয়াজ, বোতলজাত সয়াবিন তেল ও মাছের দাম। চাল, আটা, চিনি ও মুরগির দাম স্থিতিশীল রয়েছে।
সবচেয়ে বেশি ধারাবাহিক বৃদ্ধি দেখা গেছে পেঁয়াজ ও ভোজ্যতেলে। সরকারের অনুমতি ছাড়াই ব্যবসায়ীরা প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়িয়েছেন। ৫ লিটারের বোতলে মূল্যবৃদ্ধি হয়েছে ৪৩ টাকা এবং ২ লিটারের ক্যানের দাম বেড়েছে ১৮ টাকা।
অন্যদিকে, আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। গত দুই-তিন দিনে কেজিপ্রতি ২০–৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে এখন ১২০–১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাতাসহ নতুন পেঁয়াজ ৭০–৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
এদিকে, শীতের সবজির সরবরাহ বাড়ায় বাজারে দামে স্বস্তি ফেরেছে। লম্বা বেগুন এখন ৭০–৮০ টাকা এবং গোল বেগুন ৮০–৯০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১০০–১২০ টাকার মধ্যে। সবুজ শিমের দাম ৮০ টাকা থেকে নেমে ৫৫–৬০ টাকা, আর রঙিন শিম ৭০–৮০ টাকা। ফুলকপি ৪০–৪৫ টাকা এবং বাঁধাকপি ৩০–৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটোর দামও কমে মানভেদে ৮০–১০০ টাকার মধ্যে নেমেছে।
সবজি বিক্রেতারা জানান, নতুন মৌসুমের সবজির সরবরাহ বাড়ায় দামের এই ভারসাম্য তৈরি হয়েছে।
ডিম-মুরগির বাজারেও স্বস্তিদায়ক পরিবর্তন এসেছে। গত কয়েকদিন ধরে ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১১৫–১২০ টাকা দরে। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল রয়েছে (১৫০–১৭০ টাকা/kg)। তবে দেশি মাছের দাম কমেনি। সরবরাহ বৃদ্ধি পেলেও বেশিরভাগ মাছই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে।










