টাঙ্গাইলে সম্পন্ন হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। রোববার (১২ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর শহরের ছয়আনী পুকুর পাড়ে টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি জেলা শাখার উদ্যোগে সাঁতার ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া টাঙ্গাইল স্টেডিয়ামে দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।