টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এই উপলক্ষে আলোচনা সভা ও সম্মিলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক আহ্বায়ক আল আমিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমানসহ জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের পূর্ণ চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। একইসাথে এই আন্দোলনে যারা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, বিশেষ করে তৎকালীন সরকার প্রধানদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
শেষে ‘জুলাই ফাউন্ডেশনের’ উদ্যোগে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলে অংশ নেন।