টাঙ্গাইলে সাত দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

টাঙ্গাইলে বৃক্ষ মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক : শোভাযাত্রা, আলোচনা সভা, বেলুন উড়ানো ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে টাঙ্গাইলে সাত দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

রোববার (২৪ জুলাই) থেকে ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মে টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে স্লোগান করে এবারের বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।

শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বন বিভাগ এ মেলার আয়োজন করে।

মেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

আরো পড়ুন – যাদের বেশি দরকার তারা নৌকা দিয়ে ঘুরে ফিরে যাবে – জেলা প্রশাসক

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান।

উদ্বোধন শেষে সামাজিক বনায়নের উপকারভোগী ৯ জনের মাঝে লভ্যাংশের ২৯ লাখ ৪৫ হাজার ৪১৫ টাকার চেক বিতরণ করা হয়। মেলায় ৪০টি নার্সারী অংশ গ্রহণ করেছে। সম্পাদনা – অলক কুমার