টাঙ্গাইল-৫ (সদর) আসনের কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ৩টি ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে এই বৈঠক হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, মহিলা দল নেত্রী সোনিয়া হামজা, নাসরিন আজাদ, অপু, আশা আক্তার, হাওয়া বেগম, ইমু আক্তার, রওশন আরা বেগম, কোহিনুর বেগম এবং নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনাজ পারভীন।
বৈঠক শেষে নেত্রীরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং সুলতান সালাউদ্দিন টুকুকে নির্বাচনে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।