টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের হরিজন পল্লীতে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর স্ত্রী সায়মা পারভীন সিম্মি এ অনুষ্ঠানে অংশ নেন এবং কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণের সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনাও করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মমিনুল হক খান নিকছন, জেলা মহিলা দলের নেত্রীবৃন্দ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা। শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেন।











