টাঙ্গাইল, ২০ মার্চ: ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নতি নিয়ে হাইকোর্টের রায়ের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তারা চলমান ক্লাস পরীক্ষা বন্ধ করে ঢাকাগামী ও উত্তরবঙ্গমুখী মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিট থেকে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত চলে।
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার হাইকোর্ট ৩০% পদ দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছে, যার ফলে তারা জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে প্রমোশন পাবেন। এই পদটি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত। এর ফলে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের জন্য চাকরির শূন্য পদ ৩০% কমে যাবে, যা তারা মেনে নিতে পারছেন না।
শিক্ষার্থীরা হাইকোর্টের রায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে ঘোষণা করেন যে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তারা টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের সব ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন। তারা আরও জানান, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ অব্যাহত থাকবে।
মহাসড়ক অবরোধের ফলে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বাস দেন এবং অবরোধ প্রত্যাহার করা হয়।