ঢাকা-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের নগর জলফৈ আশেকপুর এলাকা থেকে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল রবিবার (৩১ আগস্ট) রাত পৌনে ১টার দিকে দুই মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন:
-
মোঃ মিনাজুল ইসলাম (২৭)
-
মোঃ শরীফুল ইসলাম (২২)
দুইজনের বাড়ি লালমনিরহাট জেলায়।
এই অভিযানে তাদের কাছ থেকে ১০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, এবং নগদ দুইশত টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য লক্ষ একুশ হাজার টাকা।
সিপিসি-৩ ও র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-যমুনাসেতু রোডে চেকপোস্ট স্থাপন করে ধৃতদের কাঁধের ব্যাগ তল্লাশি করে মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আসামিদের টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আলামতসহ হস্তান্তর করা হয়েছে।