টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, নতুন শনাক্ত ৭০

স্বাস্থ্য প্রতিবেদক : করোনা আক্রান্ত হয়ে টাঙ্গাইলে আরো একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ ফেব্রয়ারি) টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

এনিয়ে মৃত্যু নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুবরণ করেছেন ২৬২ জন।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা গেছে, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৭০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টার ২৭৫ জনের নমুনা পরীক্ষার রির্পোটে ৭০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার শতকরা ২৫ দশমিক ৪৫ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৮ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১৭ হাজার ১৬৫ জন। সর্বমোট মারা গেছে ২৬২ জন।

নতুন আক্রান্ত ৭০ জনের মধ্যে টাঙ্গাইল সদরে ৩৫ জন, ধনবাড়ীতে ১৩ জন, নাগরপুরে ১ জন, বাসাইলে ৯ জন, কালিহাতীতে ৫ জন, ঘাটাইলে ৫ জন ও ভূঞাপুরে ২ জন।  সম্পাদনা – অলক কুমার