দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের ২০টি পয়েন্টে আবারও শুরু হয়েছে ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম। গতকাল রোববার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নতুনভাবে চাল ও আটা বিক্রি শুরু হয়।
প্রতিজন ক্রেতা ১৫০ টাকায় ৫ কেজি চাল এবং ১২০ টাকায় ৫ কেজি আটা কিনতে পারবেন। এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ স্বল্পমূল্যে খাদ্যপণ্য পেয়ে উপকৃত হচ্ছেন।
দিঘুলীয়া ওএমএস বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। উপস্থিত ছিলেন শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন খান, ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোশারফ হোসেন, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. সোহেল মিয়া, কারিগরি খাদ্য পরিদর্শক মো. এদিব মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিল পরিচালনা করেন শহীদ মিজানুর রহমান হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সাইফুল্লাহ আল আশরাফ।
টাঙ্গাইল জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল ইসলাম ভূঞা জানান, গত ৩ জুলাই জেলা প্রশাসকের সভাকক্ষে লটারির মাধ্যমে ২০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগ পাওয়া ডিলারদের মাধ্যমে ২০টি বিক্রয় কেন্দ্রে পুনরায় ওএমএস কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিটি বিক্রয় কেন্দ্রে ১ জন করে তদারকি কর্মকর্তা নিয়োজিত থাকবেন এবং খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করবেন।