টাঙ্গাইল পৌরসভার ১৫নং ওয়ার্ডের বৃহত্তর বিশ্বাস বেতকা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার প্রস্তুতির অংশ হিসেবেও সভাটি আয়োজন করা হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে সুখী, সম্মৃদ্ধশালী ও আত্মনির্ভরশীল। আগামী জাতীয় নির্বাচনে কোনও ষড়যন্ত্র কার্যকর না হতে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের প্রার্থী বিজয়ী করতে এখন থেকেই সক্রিয় প্রচারণা চালাতে হবে।”
সভায় প্রধান বক্তা ছিলেন করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কামরুজ্জামান খান। সমাজসেবক খালেকুজ্জামান লাবুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহামুদুল হক সানু, ১৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মীর মোশারফ হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ। সভার সঞ্চালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালা।