টাঙ্গাইলে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু জাতের ৪ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “গাছের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। গাছ না বাঁচলে মানুষও বাঁচবে না। আমাদের স্বার্থে গাছগুলো রক্ষা করতে হবে। বিশেষ করে সৌন্দর্যবর্ধক গাছ মানুষের মানসিক প্রশান্তি বাড়ায়।” তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষার এই উদ্যোগ শুধু ঢাকা বিভাগে নয়, সারাদেশে চালু হওয়া উচিত।”
এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের সৌন্দর্য রক্ষায় জেলার ১,০৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে একযোগে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু জাতের প্রায় ৪ হাজার বৃক্ষ রোপণ করা হবে।