নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষে টাঙ্গাইলে প্রথম ধাপে ১২টি উপজেলায় ৬১৩টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর দলিলসহ নব-নির্মিত বাসগৃহ হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় দেশের ৭০ হাজার পরিবারের মাঝে এই নব-নির্মিত বাসগৃহ হস্তান্তর করা হয়; যার মধ্যে টাঙ্গাইলের ৬১৩টি পরিবার রয়েছে।
টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপকারভোগীদের হাতে বাসগৃহের দলিল তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন; জেলা প্রশাসক ড. মো.আতাউল গণি; সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।
এ সময় জেলার বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা; জেলা-উপজেলার কর্মকর্তা-কর্মচারী; জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার ১২টি উপজেলায় স্ব স্ব আসনের সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বাসগৃহের দলিল উপকারভোগীদের হাতে তুলে দেন।
উল্লেখ্য, টাঙ্গাইলে ১২টি উপজেলায় মোট ১২৭৪টি ভূমি ও গৃহহীন পরিবার জমিসহ বাসগৃহ পাবেন।
এরমধ্যে ধনবাড়ী উপজেলায় ২৪টি, মধুপুরে ২২টি, গোপালপুরে ৬৮টি, ভূঞাপুরে ৮২টি, ঘাটাইলে ১১২টি, কালিহাতীতে ৩৫টি, টাঙ্গাইল সদরে ১৫০টি, নাগরপুরে ১৬টি, দেলদুয়ারে ২০টি, মির্জাপুরে ৫০টি, বাসাইলে ৯টি ও সখীপুরে ১৯টি ঘরের দলিলসহ কাগজপত্র হস্তান্তর করা হয়। সম্পাদনা – অলক কুমার