টাঙ্গাইলে র্যাব-১৪ সিপিসি-৩ মঙ্গলবার ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। অভিযানে মির্জাপুর ও সদর উপজেলায় পৃথকভাবে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার রবিউল ইসলাম (৩০) এবং একই এলাকার ট্রাক চালক শাহিন আলম। র্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাধন মঙ্গলবার রাতের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সিলেট থেকে বালু বোঝাই ট্রাকে মাদকদ্রব্য ইয়াবা টাঙ্গাইলের দিকে আনা হচ্ছিল। র্যাবের একটি দল মির্জাপুর মহাসড়কে তল্লাশিচৌকি স্থাপন করে। ট্রাকে তল্লাশি চালালে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক ২০ লাখ ১০ হাজার টাকা। গাড়ির চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুর এলাকায় একটি ট্রাকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মির্জাপুর ও সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।