নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দান থেকে অস্থায়ী ট্রাক স্ট্যান্ড অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে এই স্ট্যান্ডটি অপসারণ করা হয়েছে।
এসময় কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে রাখা প্রায় ৫০টি ছোট-বড় ট্রাক সরিয়ে নেয় ট্রাক শ্রমিকরা।
এর পূর্বে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের পক্ষে উপজেলা সদর ভূমি (এসিল্যান্ড) অফিসের এক কর্মকর্তা কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে এসে অস্থায়ী ট্রাকস্ট্যান্ডটি বিকাল ৬টার মধ্যে সরিয়ে নিতে ট্রাকস্ট্যান্ডের দায়িত্বে থাকা নেতৃবৃন্দকে মৌখিক নির্দেশ প্রদান করে।
আরো পড়ুন – টাঙ্গাইল মহিলা আ’লীগের সম্পাদকের স্বামীর উপর হামলা
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম জানান, জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দান থেকে ট্রাক স্ট্যান্ডটি সরিয়ে নেয় ট্রাক শ্রমিকরা।
আশা করি, এর ফলে ১১৮ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানের পরিবেশ ও পবিত্রতা ফিরে পাবে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯০৫ সালে স্থাপিত টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে গত বছরের অক্টোবর মাসে শেখ কামাল ফুটবল টুর্ণামেন্ট শুরুর আগে ভাসানী হলের সামনে থেকে ট্রাকস্ট্যান্ডটি সরিয়ে ঈদগাহ্ ময়দানে বসার মৌখিক অনুমতি দেওয়া হয়।
কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে ট্রাকস্ট্যান্ড বসার পরে টাঙ্গাইলের সর্বসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিভিন্ন গণমাধ্যমে ঈদগাহ্ ময়দানে ট্রাকস্ট্যান্ড বসানোর ব্যাপারে সংবাদ প্রকাশিত হলে, জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মিটিংয়ে ঈদগাহ্ থেকে ট্রাকস্ট্যান্ডটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর বলেন, শেখ কামাল ফুটবল টুর্ণামেন্ট শুরুর আগে আইন শৃঙ্খলা কমিটির মিটিংএ স্টেডিয়াম গেটের সামনে থেকে ট্রাকগুলো সরানোর সিদ্ধান্ত হয়।
পরবর্তী সভায় রোজার আগে ঈদগাঁ মাঠ পরিস্কার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সেই সিদ্ধান্ত মোতাবেক আজকে ট্রাকগুলো ঈদগাঁ মাঠ থেকে সরােনোর নির্দেশ দিলে শ্রমিকরা ট্রাক সরিয়ে নিয়ে যায়।