টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রায় এক বছর ধরে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বন্ধ রয়েছে। এছাড়া টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালেও এখনো আইসিইউ বিভাগ চালু হয়নি। ফলে জেলার প্রায় ৪০ লাখ মানুষের জন্য জটিল রোগে আক্রান্ত হলে ঢাকায় পাঠানোই একমাত্র ভরসা। এতে রোগী ও স্বজনদের চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির পাশাপাশি অনেক সময় রাস্তায় মৃত্যুও ঘটছে।
জানা গেছে, করোনা মহামারির সময় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ চালু করা হলেও পরে জনবল সংকটের কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রতিদিন গড়ে ৩০০ এর বেশি রোগী ভর্তি হলেও হাসপাতালটিতে ১২ জন চিকিৎসকের পদ খালি রয়েছে। এছাড়া নার্স ও অন্যান্য কর্মচারীরও ব্যাপক ঘাটতি রয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদিকুর রহমান জানান, “আইসিইউ চালু করার জন্য প্রয়োজনীয় কক্ষ ও সরঞ্জাম প্রস্তুত আছে। তবে জনবল না থাকায় চালু করা যাচ্ছে না। প্রয়োজন একজন অ্যানেস্থেসিওলজিস্ট, একজন মেডিকেল অফিসার, ৩ জন নার্সসহ প্রয়োজনীয় টেকনোলজিস্ট ও সাপোর্ট স্টাফ।”
অন্যদিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালেও প্রতিদিন ২০০ জনের বেশি রোগী ভর্তি ও প্রায় হাজারজন আউটডোরে চিকিৎসা নিলেও আইসিইউ ব্যবস্থা নেই। পরিচালক ডা. আব্দুল কদ্দুস বলেন, “প্রতিদিন গড়ে অন্তত ১২ জন গুরুতর রোগীকে ঢাকায় পাঠাতে হয়। জরুরি ভিত্তিতে আইসিইউ চালু করা এখন সময়ের দাবি।”
স্থানীয় নাগরিক সংগঠন সুজনের টাঙ্গাইল জেলা সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ বলেন, “৪০ লাখ মানুষের জেলার বড় দুটি হাসপাতালে আইসিইউ সেবা বন্ধ থাকা অত্যন্ত দুঃখজনক। দ্রুত পদক্ষেপ নিয়ে আইসিইউ চালু করতে হবে।”