টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।
মামলা নিষ্পত্তি, মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধ, হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এই সম্মাননা দেওয়া হয়।
সোমবার (১৮ আগস্ট) টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি ঘোষণা করেন ও সম্মাননা প্রদান করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান।
এছাড়াও, একটি হত্যা মামলার রহস্য উদঘাটনের সফলতার জন্য মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা বিশেষভাবে পুরস্কৃত হয়েছেন।
ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “পুলিশ সুপার স্যারের নির্দেশনায় মির্জাপুরের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছি। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”