আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) আনুমানিক বেলা ৩ ঘটিকার দিকে শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা জড়ো হতে থাকে। তারপর তারা সেখান থেকে ভেকু নিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় দিকে এগিয়ে যায়।
আনুমানিক বেলা ৪ ঘটিকার দিকে শহরের মেইন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
তারপর তারা আনুমানিক বিকেল ৫ ঘটিকার দিকে টাঙ্গাইল শহরের থানাপাড়ার ছয়আনি পুকুর পাড়ের পার্শে অবস্থিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান খান ফারুকের বাসার দিকে এগিয়ে যায়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান খান ফারুকের বাসার গেট ভাঙচুর করে বাসার ভিতরে প্রবেশ করে।
বাসার ভিতরে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ভাঙচুর করে।