টাঙ্গাইলে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর জেলা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইলের হলরুমে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটারদের সরাসরি অংশগ্রহণে নতুন কমিটি গঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান তানজীম এবং সাধারণ সম্পাদক মনিষ সাহা কারন। এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:
- সহ-সভাপতি: আলাতুল ছামিরা ছিম্মি
- যুগ্ম সাধারণ সম্পাদক: সৈয়দা আদিবা
- সাংগঠনিক সম্পাদক: বায়েজিদ হাসান
- শিশু সংসদ সদস্য (ছেলে): রাকিবুল ইসলাম অনিক
- শিশু সংসদ সদস্য (মেয়ে): আদিবা খান অহনা
- শিশু গবেষক (ছেলে): তৌসিফ কবীর সাজিদ
- শিশু গবেষক (মেয়ে): মুমতাহীনা ইসলাম নাবা
- শিশু সাংবাদিক (ছেলে): দেবপ্রিয় চক্রবর্তী প্রিতম
- শিশু সাংবাদিক (মেয়ে): জান্নাতুল ফেরদৌস তুবা
নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান তানজীম বলেন, “এই দায়িত্ব অনেক বড়, তবে সবাই একসঙ্গে কাজ করলে এনসিটিএফ আরও শক্তিশালী হবে। আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে।”
উল্লেখ্য, এনসিটিএফ-এর এই কমিটি জেলার শিশুদের প্রতিনিধিত্ব করবে এবং শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। নির্বাচনে ইয়েস বাংলাদেশের সদস্যরাও উপস্থিত ছিলেন।