মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে টাঙ্গাইল জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। তিনি কারাবন্দিদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন। সভায় মাদক ব্যবহার ও এর কুফলের ওপর ভিত্তি করে একটি সচেতনতা মূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এই সময় জেলা প্রশাসন, জেলা কারাগার এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার আগে জেলা প্রশাসক শরীফা হক কারাগার পরিদর্শন করেন।