টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন অফিস সহায়ক আবুল হোসেনসহ তিনজন কর্মকর্তা-কর্মচারী। তাদের বিদায়কে কেন্দ্র করে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে আয়োজিত হয় এক আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোশারফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রওশন হাবিব, আইডিইবি’র জেলা ছাত্র বিষয়ক সম্পাদক ও শিক্ষক প্রকৌশলী জাহিদ রানা এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বিদায়ী কর্মকর্তাদের মধ্যে ছিলেন—
প্রকৌশলী আশরাফ হোসেন (বিভাগীয় প্রধান, সিভিল – বদলিজনিত),
অফিস সহায়ক আবুল হোসেন, যিনি দীর্ঘ ৩২ বছর সৎ, আদর্শবান ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করেন,
অফিস সহায়ক লাল মিয়া।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের নানা স্মৃতি ও অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধানগণ ও প্রকৌশলী জাহিদ রানা। শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।