নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভা নির্বাচনের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন বিএনপির মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু ও তার মা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী।
শনিবার অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ভোটে কারচুপি ও কেন্দ্র দখলসহ নানা অভিযোগ এনে রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের শহীদ মিনারে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসুচিতে জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক ছাদু; এডভোকেট আলী ইমাম তপন; সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল; সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক ও জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলি উপস্থিত ছিলেন।
এ সময় নেতকর্মীরা অভিযোগ করেন নির্বাচনে প্রশাসনের সহযোগিতায় ও দলীয় নেতাকর্মীরা জালভোট ও কেন্দ্র দখলসহ বিভিন্ন কায়দায় গায়ের জোরে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে।
এ কারণে ৩০ জানুয়ারির নির্বাচন ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তারা।
প্রসঙ্গত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদল হক সানু ২২ হাজার নয়শত ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
অপরদিকে নৌকা প্রতীকের প্রার্থী সিরাজুল হক আলমগীর ৬৬ হাজার ৬১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সম্পাদনা – অলক কুমার